

মিয়া মুস্তাফিজ
বিদেশে পড়াশোনার জন্য বৃত্তি পাওয়া সহজ ব্যাপার নয়। তাই বলে বৃত্তির খোঁজ এবং আবেদন করা বন্ধ করলে চলবে না। বিদেশী এক সংস্থার মতে : সর্টকোর্স করাই উত্তম যার মাধ্যমে ডিগ্রী কোর্স যেমন মাস্টার্স পিএইডির বৃত্তি পাওয়ার জন্য সুযোগ তৈরী হয়। সর্টকোর্স ফেলোশীপ ছাত্রদেরকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার সুযোগ করে দেয় যা তাদের পরবর্তী ক্যারিয়ারের জন্য এবং ডিগ্রী কোর্সের বৃত্তি পেতে সাহায্য করে।
অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় সর্টকোর্সের অফার করে থাকে। নেদারল্যান্ডের সর্টকোর্স গুলো জনপ্রিয়দের মধ্যে অন্যতম।
এনএফপি বা Netherlands Fellowship Programmes : প্রতিবছর ডাচ সরকার নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য বৃত্তি দিয়ে থাকে। বাংলাদেশ এর মধ্যে একটি। এনএপফি বৃত্তির অধীনে নেদারল্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠান সর্টকোর্সের জন্য অনেকগুলো বিষয়ের অফার করে। কোর্সগুলো মুলত পেশাগত ট্রেনিং এবং post-secondary level এ হয়ে থাকে এবং ডাচ সাটিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স হিসেবে সনদ দেয়া হয়। কোর্সের মেয়াদ দুই সপ্তাহ থেকে বার মাস পর্যন্ত হয়ে থাকে।
বিষয় :
দীর্ঘ কোর্স তালিকায় আপনার কাজের সাথে সম্পর্ক আছে এমন একটি কোর্স পাবেনই। যেমন ফিল্ড হলো : Agriculture, Forestry, Fishery, Architecture, Town planning, Business administration, Management, Education, Teacher Training, Engineering, Environmental Science, Fine/Applied arts, General Programmes. জেনারেল প্রোগ্রাম বলতে নানান ধরনের কোর্স। তালিকাটি ডাউনলোড করে ভালো করে দেখুন আপনার পছন্দের কোর্স হয়ত আছে ওখানে। সাংবাদিকতা এবং মিডিয়া পেশায় নিয়োজিত, এনজিওতে কর্মরত সবার জন্য যে কোন কোর্স পাবেন।
কোর্সের তালিকা এখানে পাওয়া যাবে। ডাউললোড করে নিন।
Click This Link
Download the changes in the course list
Click This Link
আবেদনের যোগ্যতা :
আবেদনের যোগ্যতাকে দুইভাগে ভাগ করা যায়। কারণ যে প্রতিষ্ঠান কোর্স অফার করে তাদের রিকোয়ারমেন্ট আর ডাচ ফেলোশীফ কতৃপক্ষের রিকোয়ারমেন্ট ভিন্ন। ডাচ প্রতিষ্ঠান আপনার আবেদনের প্রেক্ষিতে আপনাকে মনোনিত করতে পারে তবে ফেলোশীপ বা খরচের জন্য ফেলোশীপ কতৃপক্ষের কাছে আবেদন করতে হবে। আপনি যে কোর্সের জন্য আবেদন করবেন সেই প্রতিষ্ঠানে আবেদনের যোগ্যতা তাদের ওয়েবসাইট থেকে জেনে নিবেন। এখানে শুধু ডাচ ফেলোশীপের আবেদনের যোগ্যতা সংযুক্ত করা হলো।
যারা এনএফপি ফেলোশিফের জন্য আবেদন করছেন তাদের অবশ্যয়
* মিড ক্যারিয়ার প্রফেশনাল, কমপক্ষে ৩ বছরের কাজের অবিজ্ঞতা থাকা চাই।
* এনএফপির তালিকাভুক্ত উন্নয়নশীল দেশে বসবাস করছেন এবং কাজ করছেন ( বাংলাদেশ তালিকাভুক্ত) ।
* চাকুরীরত প্রতিষ্ঠান কতৃক মনোনিত হয়েছেন। এবং কোর্সের মেয়াদ পর্যন্ত আপনার ছুটি মন্জুর হয়েছে এবং আপনার বেতন প্রদান করা হবে ।
* ডাচ প্রতিষ্ঠান কতৃক কোর্সের জন্য প্রাথমিকভাবে মনোনিত হয়েছেন। এর অর্থ হলো আপনী ফেলোশীপের আবেদনের আগে আপনার পছন্দের কোর্সের জন্য ডাচ প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে আবেদন করেছেন এবং ঐ প্রতিষ্ঠান প্রাথমিকভাবে আপনাকে মনোনয়ন করেছে।
* গত একবছরের মধ্যে আর কোন ডাচ সর্টকোর্সে ফেলোশীপ করেননি।
* আপনি এই প্রতিষ্ঠান গুলোতে কর্মরতা নন :
- a multinational corporation (e.g. Shell, Unilever);
- a large national and/or commercial organisation;
- a bilateral donor organisation (e.g. USAID, DFID, Danida, Sida, BuZa, FinAid, AusAid, ADC, SwissAid);
- a multilateral donor organisation, (e.g. a UN organisation, the World Bank, the IMF, Asian Development Bank, African Development Bank, IADB);
- an international NGO (e.g. Oxfam, Plan, Care).
* যে কোর্স করতে চান তার সাথে আপনার কাজের ক্ষেত্র রিলেটেড।
এবং আপনি যে জ্ঞান অর্জন করবেন তা আপনার প্রতিষ্ঠানে কাজে লাগাতে পারবেন।
* কোর্স শেষ হলে দেশে ফিরে যাবেন।
ফেলোশীপ যে খরচ বহন করে :
ফেলোশীপ কভার করে টিউশন ফি, খাকা-খাওয়া, ভিসা ফি, ফিরতি বিমান টিকেট, ডেইলী এলাউন্স, বীমা, গবেষনার জন্য খরচ । ই-লার্নিং এর ক্ষেত্রে ভিন্ন হবে।
NFP বুকলেটে ‘Rules and regulations for fellowship holders’. পড়লে এ সব তথ্য পাবেন। বলা হচ্ছে তারা আপনাকে যে খরচ দিবে তা পরিবার নিয়ে থাকা বা দেশে আপনার পরিবারের জন্য পাঠাতে যথেষ্ট নয়। তাই ডাচ কতৃপক্ষ নিশ্চিত হতে চায় যে আপনার মাসিক বেতন বহাল থাকবে।
কিভাবে আবেদন করবেন :
সর্টকোর্সের লিষ্টটি পড়ুন। আপনি বর্তমানে যে কাজ করছেন তার সাথে সম্পর্ক আছে এমন একটি কোর্স বেচে নিন। যে প্রতিষ্ঠান ঐ কোর্স অফার করে সেই প্রতিষ্ঠান বরাবর আবেদন করতে হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাইললোড করে আবেদনের নিয়ম কানুন জেনে আবেদন করবেন। আবেদন পত্রের সব প্রশ্নের উত্তর, মুটিভেশন লেখার খুব মনোযোগ দিয়ে লিখবেন। মনে রাখবেন আপনার মুটিভেশন লেটার ভর্তির ক্ষেত্রে এবং ফেলোশীপ জেতার জন্য খুবই গুরুত্বপুর্ণ। আপনার আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক ভাবে ঐ প্রতিষ্ঠান আপনাকে মনোনিত করলে, কন্ডিশনাল সিলেকশন লেটার পাঠাবে। ওটা পাওয়া মানে প্রথম ধাপ পার হলেন। এবার কাগজ পত্র জমা দিতে হবে ঢাকায় অবস্থিত ডাচ এমবেসীতে। কাগজপত্র জমা দেয়ার পর ডাচ দুতাবাসের ফেলোশীপ অফিসার আপনার সাক্ষাতকার নিবেন। ফেলোশীপ অফিসার আপনার ফাইল পাঠাবেন ডাচ কর্তপক্ষের কাছে। অবশ্য যদি তিনি আপনাকে মনোনিত করেন। সাক্ষাতকার দেওয়ার পর অপেক্ষা। সর্বশেষ টেলিফোনে আপনার ইন্টারভিউ নিবেন আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করেছেন সেখানকার কোন কর্মকর্ত। সবকিছু ঠিকভাবে সম্পন্ন হলে আপনি জিতে যাবেন ডাচ ফেলোশীপ।
ডেড লাইন :
কোর্সের আবেদনের তারিখ প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হতে পারে। তবে ফেলোশীপের আবেদনের শেষ তারিখ ১লা ডিসেম্বর । এছাড়াও বছরে আরো কয়েকটি ডেড লাইন দেয়া থাকে। কোর্স লিষ্টটি ভালো করে পড়ুন। সেখানে আপনার পছন্দের কোর্সটির আবেদনের সময় কখন যেনে নিন। এবছর আবেদনের সময় পেরিয়ে গেলেও পরের বছর আবেদন করার সিদ্ধান্ত নিন।
ফেলোশীপ ডেডলাইন দেখে নিনি
Click This Link
ইউরোপ ভ্রমন :
নেদারল্যান্ড ফেলোশীপ জেতা মানে ইউরোপ ঘুরে আসার সুযোগ। নেদারল্যান্ড সেনগেনভুক্ত রাষ্ট্র হওয়ায় ঐ দেশের ভিসা পেলে আপনি সবগুলো সেনগেন রাষ্ট্র ভ্রমন করতে পারবেন। অবশ্য এ ক্ষেত্রে ডাচ কতৃপক্ষ আপনার ভ্রমনের ব্যয় বহন করবেনা। নেদারল্যান্ড ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত এবং খুবই উন্নত দেশ। দেশটির পাবলিক ট্রান্সপোর্ট, টুরিস্ট স্পট, সপিং সেন্টার দেখলে ইউরোপের জীবনযাপন দেখা হবে। নেদারল্যান্ডে থেকে ট্রেনে বা বাসে সহজে বেলজিয়াম, জার্মানী, লুক্সেমবার্গ যাওয়া যায়। বৃটেনও খুব দুরে নয়। তবে বৃটেন যেতে হলে আলাদা করে ভিসার আবেদন করতে হবে। কারণ বৃটেন সেনগেনভুক্ত নয়।বৃটেন দেখার ইচ্ছা থাকলে দেশেই ভিসার ব্যবস্থা করে নিবেন। সর্বোপরি কোর্সে অংশগ্রহণ করতে আসা বিভিন্ন দেশের ছাত্রদের সাথে আপনার বন্দুত্ব হলো। একটি গ্লোবাল নেটওয়াক তৈরী হলো ।
আরোকিছু তথ্য :
Application procedure:
Click This Link
Selection procedure:
Click This Link
............................................................................
আমি নেদারল্যান্ড ফেলোশীপ জিতেছিলাম গত বছর । রেডিও নেদারল্যান্ড ট্রেনিং সেন্টারে " ইন্টারন্যাশনাল কোর্স ব্রডকাস্ট জার্নালিজম এন্ড গুড গর্ভান্যান্স" বিষয়ে তিন মাসের কোর্স ছিলো আমার। নেদারল্যান্ডে আমার তোলা ছবি থেকে কয়েকটি সংযুক্ত করলাম।

নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের খাল এখন UNESCO World Heritage.

আমস্টারডামে রয়েছে অনেকগুলো বিশ্বমানের মিউজিয়াম। আনাফ্রাংঙ্ক মিউজিয়ামের প্রবেশ মুখে দর্শকের দীর্ঘ লাইন।

নেদারল্যান্ড যাবেন সাইকেল চালাবেন না তাকি হয় ! সাইকেল ডাচ জীবনের অতি প্রয়োজনীয় একটি বাহন।


কোর্সের অংশ হিসেবে ডাচ পার্লামেন্ট পরিদর্শনের অপেক্ষায় আমরা।

রেলস্টেশনে বেশকিছু ডাচ শিশুর সাথে দেখা।তো হয়ে যাক একটি ছবি আামার সাথে ! তারাও খুশী মুখে দাঁড়িয়ে গেলো।

পনর শতকে নির্মিত একটি ডাচ বন্দর । নাম Vlessengan.

বরফ ঢাকা হেগের একটি এপার্টমেন্ট। নেদারল্যান্ডের হেগ শহরকে বলা হয় World’s capitol of peace and justice. আর্ন্তজাতিক বিচারালয় কোথায় অবস্থিত ? হেগে । ছোট বেলায় মুখস্ত করেছিলাম।

আমার জন্মদিন পালন করে মিড়িয়া স্কুলের বন্ধুরা। আমরা ১৮ টি দেশের ৩২ জন ঐ কোর্সে অংশ নিয়েছিলাম। আমাদের বলা হলো একটি মাল্টিকালচারাল ফ্যামিলি। কোর্স শেষে দেশে ফিরে যাওয়ার সময় বন্ধুদের কান্না দেখে মনে হয়েছিলো আসলেই আমরা একটি পরিবারের সদস্য হয়ে গিয়েছি।
.....................................................................................
নেদারল্যান্ডে পড়াশোনা বিষয়কটি ৫ মিনিটের এই ভিডিওটি দেখুন। অসাধারণ...
Study in Holland :
Click This Link
বিদেশে পড়াশোনার জন্য বৃত্তি পাওয়া সহজ ব্যাপার নয়। তাই বলে বৃত্তির খোঁজ এবং আবেদন করা বন্ধ করলে চলবে না। বিদেশী এক সংস্থার মতে : সর্টকোর্স করাই উত্তম যার মাধ্যমে ডিগ্রী কোর্স যেমন মাস্টার্স পিএইডির বৃত্তি পাওয়ার জন্য সুযোগ তৈরী হয়। সর্টকোর্স ফেলোশীপ ছাত্রদেরকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার সুযোগ করে দেয় যা তাদের পরবর্তী ক্যারিয়ারের জন্য এবং ডিগ্রী কোর্সের বৃত্তি পেতে সাহায্য করে।
অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় সর্টকোর্সের অফার করে থাকে। নেদারল্যান্ডের সর্টকোর্স গুলো জনপ্রিয়দের মধ্যে অন্যতম।
এনএফপি বা Netherlands Fellowship Programmes : প্রতিবছর ডাচ সরকার নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য বৃত্তি দিয়ে থাকে। বাংলাদেশ এর মধ্যে একটি। এনএপফি বৃত্তির অধীনে নেদারল্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠান সর্টকোর্সের জন্য অনেকগুলো বিষয়ের অফার করে। কোর্সগুলো মুলত পেশাগত ট্রেনিং এবং post-secondary level এ হয়ে থাকে এবং ডাচ সাটিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স হিসেবে সনদ দেয়া হয়। কোর্সের মেয়াদ দুই সপ্তাহ থেকে বার মাস পর্যন্ত হয়ে থাকে।
বিষয় :
দীর্ঘ কোর্স তালিকায় আপনার কাজের সাথে সম্পর্ক আছে এমন একটি কোর্স পাবেনই। যেমন ফিল্ড হলো : Agriculture, Forestry, Fishery, Architecture, Town planning, Business administration, Management, Education, Teacher Training, Engineering, Environmental Science, Fine/Applied arts, General Programmes. জেনারেল প্রোগ্রাম বলতে নানান ধরনের কোর্স। তালিকাটি ডাউনলোড করে ভালো করে দেখুন আপনার পছন্দের কোর্স হয়ত আছে ওখানে। সাংবাদিকতা এবং মিডিয়া পেশায় নিয়োজিত, এনজিওতে কর্মরত সবার জন্য যে কোন কোর্স পাবেন।
কোর্সের তালিকা এখানে পাওয়া যাবে। ডাউললোড করে নিন।
Click This Link
Download the changes in the course list
Click This Link
আবেদনের যোগ্যতা :
আবেদনের যোগ্যতাকে দুইভাগে ভাগ করা যায়। কারণ যে প্রতিষ্ঠান কোর্স অফার করে তাদের রিকোয়ারমেন্ট আর ডাচ ফেলোশীফ কতৃপক্ষের রিকোয়ারমেন্ট ভিন্ন। ডাচ প্রতিষ্ঠান আপনার আবেদনের প্রেক্ষিতে আপনাকে মনোনিত করতে পারে তবে ফেলোশীপ বা খরচের জন্য ফেলোশীপ কতৃপক্ষের কাছে আবেদন করতে হবে। আপনি যে কোর্সের জন্য আবেদন করবেন সেই প্রতিষ্ঠানে আবেদনের যোগ্যতা তাদের ওয়েবসাইট থেকে জেনে নিবেন। এখানে শুধু ডাচ ফেলোশীপের আবেদনের যোগ্যতা সংযুক্ত করা হলো।
যারা এনএফপি ফেলোশিফের জন্য আবেদন করছেন তাদের অবশ্যয়
* মিড ক্যারিয়ার প্রফেশনাল, কমপক্ষে ৩ বছরের কাজের অবিজ্ঞতা থাকা চাই।
* এনএফপির তালিকাভুক্ত উন্নয়নশীল দেশে বসবাস করছেন এবং কাজ করছেন ( বাংলাদেশ তালিকাভুক্ত) ।
* চাকুরীরত প্রতিষ্ঠান কতৃক মনোনিত হয়েছেন। এবং কোর্সের মেয়াদ পর্যন্ত আপনার ছুটি মন্জুর হয়েছে এবং আপনার বেতন প্রদান করা হবে ।
* ডাচ প্রতিষ্ঠান কতৃক কোর্সের জন্য প্রাথমিকভাবে মনোনিত হয়েছেন। এর অর্থ হলো আপনী ফেলোশীপের আবেদনের আগে আপনার পছন্দের কোর্সের জন্য ডাচ প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে আবেদন করেছেন এবং ঐ প্রতিষ্ঠান প্রাথমিকভাবে আপনাকে মনোনয়ন করেছে।
* গত একবছরের মধ্যে আর কোন ডাচ সর্টকোর্সে ফেলোশীপ করেননি।
* আপনি এই প্রতিষ্ঠান গুলোতে কর্মরতা নন :
- a multinational corporation (e.g. Shell, Unilever);
- a large national and/or commercial organisation;
- a bilateral donor organisation (e.g. USAID, DFID, Danida, Sida, BuZa, FinAid, AusAid, ADC, SwissAid);
- a multilateral donor organisation, (e.g. a UN organisation, the World Bank, the IMF, Asian Development Bank, African Development Bank, IADB);
- an international NGO (e.g. Oxfam, Plan, Care).
* যে কোর্স করতে চান তার সাথে আপনার কাজের ক্ষেত্র রিলেটেড।
এবং আপনি যে জ্ঞান অর্জন করবেন তা আপনার প্রতিষ্ঠানে কাজে লাগাতে পারবেন।
* কোর্স শেষ হলে দেশে ফিরে যাবেন।
ফেলোশীপ যে খরচ বহন করে :
ফেলোশীপ কভার করে টিউশন ফি, খাকা-খাওয়া, ভিসা ফি, ফিরতি বিমান টিকেট, ডেইলী এলাউন্স, বীমা, গবেষনার জন্য খরচ । ই-লার্নিং এর ক্ষেত্রে ভিন্ন হবে।
NFP বুকলেটে ‘Rules and regulations for fellowship holders’. পড়লে এ সব তথ্য পাবেন। বলা হচ্ছে তারা আপনাকে যে খরচ দিবে তা পরিবার নিয়ে থাকা বা দেশে আপনার পরিবারের জন্য পাঠাতে যথেষ্ট নয়। তাই ডাচ কতৃপক্ষ নিশ্চিত হতে চায় যে আপনার মাসিক বেতন বহাল থাকবে।
কিভাবে আবেদন করবেন :
সর্টকোর্সের লিষ্টটি পড়ুন। আপনি বর্তমানে যে কাজ করছেন তার সাথে সম্পর্ক আছে এমন একটি কোর্স বেচে নিন। যে প্রতিষ্ঠান ঐ কোর্স অফার করে সেই প্রতিষ্ঠান বরাবর আবেদন করতে হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাইললোড করে আবেদনের নিয়ম কানুন জেনে আবেদন করবেন। আবেদন পত্রের সব প্রশ্নের উত্তর, মুটিভেশন লেখার খুব মনোযোগ দিয়ে লিখবেন। মনে রাখবেন আপনার মুটিভেশন লেটার ভর্তির ক্ষেত্রে এবং ফেলোশীপ জেতার জন্য খুবই গুরুত্বপুর্ণ। আপনার আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক ভাবে ঐ প্রতিষ্ঠান আপনাকে মনোনিত করলে, কন্ডিশনাল সিলেকশন লেটার পাঠাবে। ওটা পাওয়া মানে প্রথম ধাপ পার হলেন। এবার কাগজ পত্র জমা দিতে হবে ঢাকায় অবস্থিত ডাচ এমবেসীতে। কাগজপত্র জমা দেয়ার পর ডাচ দুতাবাসের ফেলোশীপ অফিসার আপনার সাক্ষাতকার নিবেন। ফেলোশীপ অফিসার আপনার ফাইল পাঠাবেন ডাচ কর্তপক্ষের কাছে। অবশ্য যদি তিনি আপনাকে মনোনিত করেন। সাক্ষাতকার দেওয়ার পর অপেক্ষা। সর্বশেষ টেলিফোনে আপনার ইন্টারভিউ নিবেন আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করেছেন সেখানকার কোন কর্মকর্ত। সবকিছু ঠিকভাবে সম্পন্ন হলে আপনি জিতে যাবেন ডাচ ফেলোশীপ।
ডেড লাইন :
কোর্সের আবেদনের তারিখ প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হতে পারে। তবে ফেলোশীপের আবেদনের শেষ তারিখ ১লা ডিসেম্বর । এছাড়াও বছরে আরো কয়েকটি ডেড লাইন দেয়া থাকে। কোর্স লিষ্টটি ভালো করে পড়ুন। সেখানে আপনার পছন্দের কোর্সটির আবেদনের সময় কখন যেনে নিন। এবছর আবেদনের সময় পেরিয়ে গেলেও পরের বছর আবেদন করার সিদ্ধান্ত নিন।
ফেলোশীপ ডেডলাইন দেখে নিনি
Click This Link
ইউরোপ ভ্রমন :
নেদারল্যান্ড ফেলোশীপ জেতা মানে ইউরোপ ঘুরে আসার সুযোগ। নেদারল্যান্ড সেনগেনভুক্ত রাষ্ট্র হওয়ায় ঐ দেশের ভিসা পেলে আপনি সবগুলো সেনগেন রাষ্ট্র ভ্রমন করতে পারবেন। অবশ্য এ ক্ষেত্রে ডাচ কতৃপক্ষ আপনার ভ্রমনের ব্যয় বহন করবেনা। নেদারল্যান্ড ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত এবং খুবই উন্নত দেশ। দেশটির পাবলিক ট্রান্সপোর্ট, টুরিস্ট স্পট, সপিং সেন্টার দেখলে ইউরোপের জীবনযাপন দেখা হবে। নেদারল্যান্ডে থেকে ট্রেনে বা বাসে সহজে বেলজিয়াম, জার্মানী, লুক্সেমবার্গ যাওয়া যায়। বৃটেনও খুব দুরে নয়। তবে বৃটেন যেতে হলে আলাদা করে ভিসার আবেদন করতে হবে। কারণ বৃটেন সেনগেনভুক্ত নয়।বৃটেন দেখার ইচ্ছা থাকলে দেশেই ভিসার ব্যবস্থা করে নিবেন। সর্বোপরি কোর্সে অংশগ্রহণ করতে আসা বিভিন্ন দেশের ছাত্রদের সাথে আপনার বন্দুত্ব হলো। একটি গ্লোবাল নেটওয়াক তৈরী হলো ।
আরোকিছু তথ্য :
Application procedure:
Click This Link
Selection procedure:
Click This Link
............................................................................
আমি নেদারল্যান্ড ফেলোশীপ জিতেছিলাম গত বছর । রেডিও নেদারল্যান্ড ট্রেনিং সেন্টারে " ইন্টারন্যাশনাল কোর্স ব্রডকাস্ট জার্নালিজম এন্ড গুড গর্ভান্যান্স" বিষয়ে তিন মাসের কোর্স ছিলো আমার। নেদারল্যান্ডে আমার তোলা ছবি থেকে কয়েকটি সংযুক্ত করলাম।
নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের খাল এখন UNESCO World Heritage.
আমস্টারডামে রয়েছে অনেকগুলো বিশ্বমানের মিউজিয়াম। আনাফ্রাংঙ্ক মিউজিয়ামের প্রবেশ মুখে দর্শকের দীর্ঘ লাইন।
নেদারল্যান্ড যাবেন সাইকেল চালাবেন না তাকি হয় ! সাইকেল ডাচ জীবনের অতি প্রয়োজনীয় একটি বাহন।
কোর্সের অংশ হিসেবে ডাচ পার্লামেন্ট পরিদর্শনের অপেক্ষায় আমরা।
রেলস্টেশনে বেশকিছু ডাচ শিশুর সাথে দেখা।তো হয়ে যাক একটি ছবি আামার সাথে ! তারাও খুশী মুখে দাঁড়িয়ে গেলো।
পনর শতকে নির্মিত একটি ডাচ বন্দর । নাম Vlessengan.
বরফ ঢাকা হেগের একটি এপার্টমেন্ট। নেদারল্যান্ডের হেগ শহরকে বলা হয় World’s capitol of peace and justice. আর্ন্তজাতিক বিচারালয় কোথায় অবস্থিত ? হেগে । ছোট বেলায় মুখস্ত করেছিলাম।
আমার জন্মদিন পালন করে মিড়িয়া স্কুলের বন্ধুরা। আমরা ১৮ টি দেশের ৩২ জন ঐ কোর্সে অংশ নিয়েছিলাম। আমাদের বলা হলো একটি মাল্টিকালচারাল ফ্যামিলি। কোর্স শেষে দেশে ফিরে যাওয়ার সময় বন্ধুদের কান্না দেখে মনে হয়েছিলো আসলেই আমরা একটি পরিবারের সদস্য হয়ে গিয়েছি।
.....................................................................................
নেদারল্যান্ডে পড়াশোনা বিষয়কটি ৫ মিনিটের এই ভিডিওটি দেখুন। অসাধারণ...
Study in Holland :
Click This Link
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন