


নরওয়েতে অবস্থিত প্রির্চাস রক একটি অপূর্ব সুন্দর পর্বত। উপরের সমভূমিটি ২৫ মিটার বর্গাকার, যা ১,৯৮২ ফুট উঁচু। সুন্দর এর মধ্যেও ভয় আছে আর এই ভয়ংকর সুন্দর প্রির্চাস রক দেখতে প্রতিবছর অসংখ্য পর্যটক এখানে হাজির হয়।
মাউন্ট হুয়া (Mount Hua)

মাউন্ট হুয়া (Mount Hua) চীনের Shaanxi প্রদেশের Huayin শহর থেকে ১২০ কি.মি. দূরে অবস্থিত। মাউন্ট হুয়া পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এর ভয়ঙ্কর উচ্চতার ক্যাবল কারগুলোর জন্য। অনেক সময় দূর থেকে মেঘ এসে ক্যাবল কারগুলোর ঢেকে দেয়। এ এক অপূর্ব অনুভূতি।
মাউন্ট রোরাইমা

মাউন্ট রোরাইমা নামে এই অপূর্ব সুন্দর পর্বতটি ভেনেজুএলায় অবস্থিত, যা বছরের বেশির ভাগ সময় মেঘে ঢাকা থাকে, যেন এক স্বর্গ রাজ্য।
হিমাচল প্রদেশ

হিমাচল প্রদেশ উত্তর ভারতের একটি ক্ষুদ্রকায় রাজ্য। মাথাপিছু আয়ের হিসেব অনুযায়ী হিমাচল প্রদেশ ভারতের একটি প্রথম সারির রাজ্য। বরফগলা জলে পুষ্ট নদীর প্রাচুর্যের কারণে এই রাজ্য দিল্লি, পাঞ্জাব ও রাজস্থান রাজ্যকে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ বিক্রয় করে থাকে। হিমাচল প্রদেশের অর্থনীতি জলবিদ্যুৎ, পর্যটন ও কৃষির উপর গভীরভাবে নির্ভরশীল। হিন্দু ধর্মাবলম্বীরা হিমাচল প্রদেশের জনসংখ্যার ৯৫ শতাংশ। অনুপাতের হিসেবে ভারতের এই রাজ্যেই হিন্দুদের সংখ্যা সর্বাধিক। ২০০৫ সালের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশানাল সমীক্ষা অনুসারে, কেরলের পর হিমাচল প্রদেশ ভারতের দ্বিতীয় সর্বাধিক দুর্নীতিমুক্ত রাজ্য।
বান্দরবান:


বর্ষার বান্দরবান: মেঘের স্রোতে ডুবে থেকে বৃষ্টিতে ভেজা, যখন বৃষ্টির ফোঁটা গুলো জমে ওঠে, ঝড়ে পড়ে দূর আকাশ থেকে...আমার চারপাশে, আমার ছোঁয়ার সীমানায়! বিদ্যুত চমকে ওঠে আমার পায়ের নিচে, চতুর্দিকে! মুহুর্তেই নিশ্চিহ্ন হয়ে যায় দৃশ্যপট, আবার মুহুর্তেই জেগে ওঠে মেঘের জালের ফাঁক থেকে......
বোনাস ছবি (উবাদ হোটেল ও রিসোর্ট পুলঃ)


বালি হল ইন্দোনেশিয়ার ছোট একটি দ্বীপ যা পর্যটকদের জন্য একটা ঐন্দ্রজালিক জায়গা, এই দ্বীপই আবস্থিত উবাদ হোটেল ও রিসোর্ট এর এই আকর্ষণীয় নকশার মাল্টি লেবেল পুলগূলো।


নানান সুযোগ-সুবিধা সম্পূর্ণ এই হোটেলে ৩৮টি বিলাসবহুল ভিলা আছে এবং প্রতিটি ভিলার সাথে আছে প্রাইভেট পুল, যেখানে নবদম্পতিরা তাদের হানিমুন এর রোমান্টিক সময় কাঁটাতে পারবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন